নিঃসঙ্গ পৃথিবী ;
তার অঙ্গে জড়ানো
চাঁদ ছিল তারা ছিল
তারা কেন ছেড়ে গেল?
লক্ষ লক্ষ তারা আকাশে আছে
গ্রহ উপগ্রহ থাকে তারই সাথে;
পৃথিবীও ঘর বেঁধেছে আকাশ কোনে
তবে কেন পৃথিবী সঙ্গীহীন হল?
ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে
মধুর সঙ্গীতে ভরিয়ে দিল;
সেই নৃত্যের তালে তালে
কেউই না তাল মিলাল
তাই পৃথিবী নিঃসঙ্গ হল।
ধরিত্রীপুত্র মানুষ আমরা
আমরাও চিরকাল নিঃসঙ্গ ;
আছে পরিজন বন্ধু মোদের
কিন্তু মন কেন নিঃসঙ্গ।
জীবনে জীবন মেলে না
ঐক্যমত্য কোনো দিন হয় না ;
কেউ কারোর সাথে
তাল মিলায় না ;
দেশে দেশে জাতিতে জাতিতে
বিভেদ ঘোচে না।