নৃত্যের তালে তালে
পৃথ্বী ঘুরছে আপন ছন্দে,
সেই আনন্দে যোগ দিতে
ডাক দিয়েছে সবাইকে।
আকাশে চন্দ্র সূর্য গ্ৰহ তারা
চলছে আনন্দে এমনি ধারা,
তার আগুনের আলো পথ দেখায়
গান গেয়ে যায় মরণ বীণায়।।
সেই আনন্দে ধরণীতে
মুক্তো ছড়ায় না চাহিতে,
ছয় ঋতু আসে সময়ের সাথে
পিছন পানে না চায়।
কোথায় যায় তারা
কেউ কি বলতে পারে
,চায় না ফিরে তারা পিছন পানে
ধায় তারা চলার আনন্দে।