নীল আকাশ থেকে
নীল ফুলগুলো নিয়ে
বাতাসে দিলাম ছড়িয়ে
তুমি কি জানতে পারলে?
যখন সে ফুলগুলো
দূরে দূরে ভেসে গেল
তুমি কি তায় দেখতে পেলে?
একবার কি ছুঁয়ে দেখলে?
হয়ত পাবে না ;
বাতাসের রাস্তার নেই ঠিকানা
তুমি তা জানতেও পাবে না।
অনেকেই ভালোবাসে তোমাকে ;
কত লোক ঘিরে আছে তোমাকে।
ভুলে গেছ ভুলে যাও আমাকে ;
আমিও ভুলে যাব তোমাকে
শরীরের কোনো মূল্য নেই আমার কাছে।