শরীর বৃদ্ধ হয় মন থাকে নবীন
জীবনের ব্যাপ্তি কমে যায়
যখন শরীর হয় প্রবীন।
প্রবীন ত হতেই হবে
কিন্তু জীবন লাট্টুর লেত্তিটা ছেড়ো না
মন থাকুক নবীন ময়লায় ঢেকো না।
বৃদ্ধের অভিজ্ঞতা যৌবনের চঞ্চলতা
দুয়ে মিলে গেলে পাই সঠিক  রাস্তা।
জীবনের পথে মোড়ে মোড়ে (
অনেক বাধা লুকিয়ে থাকে
মানুষ তার অভিজ্ঞতা দিয়ে
বাধা বিপত্তি দূর করে
খ্যাতির শিখরে পৌঁছায়।
হৃদয়ের কেন্দ্র স্থলে থাকে যে আত্মা
শরীরের পিঞ্জরেতে আবদ্ধ থাকে
জরা মৃত্যু তাকে স্পর্শ করে না যে,
বৃদ্ধ গোনা হয় বয়স হয় দিন গুনে
হয় না গোনা মিথ্যে হবে।
বয়স গোনা শেষ হলে
লেত্তিটা হাত থেকে ফস্কে গেলে
জীবন পড়ে যায় লাট্টুর মতন
মরণ আনে নতুন বসন,
আত্মা শরীর বদলায় তখন।
আত্মার হিসেবে নবীনে প্রবীনে
কোনো ভেদ নাই
মিথ্যে কর না বড়াই,
জীবন চলে অভিজ্ঞতা দিয়ে
সহজ পথে চলবে সবাই।