ভেবেছিলাম সময় তো আর নাই
যাত্রা বুঝি থামবে এবার এই দুনিয়ায়,
আর কোনো পথ নাই
বর্ষ শেষ হল এবার
এই বিদায় বেলায়।
হঠাৎ দেখি এ কী লীলা তব
নতুন আশা নতুন আনন্দ
এল নব নব,
নতুন করে সাজল বাগান
এল কত সুমধুর গান
নতুন ছন্দে নতুন সুরে
ভরে উঠল প্রাণ।
যখন পুরোনো পথ
শেষ হয়ে এল
নতুনের উদয় হলো
নতুন করে জাগল ভালোবাসা
দূর হল সব সংশয়।