আনিলাম
এক নতুন নাম
তোমাদের সরণীতে।
আমি এক আগন্তুক
জন সমুদ্রের কৌতুক ;
খোল খোল মানব
খোল মনের দ্বার
গ্রহণ কর বিধাতার বার্তা
হও উদার।
তোরা সাহসী বীর
মৃত্যু পণ রেখে
দিবি তার উত্তর।
জানি শুনিবে না
নির্বোধের সেনা
পথরোধ করে রইবে;
মিথ্যে ক্রোধে হবে না
মৃত্যু ভয় করবে না
অগ্রসর হতে হবে
বিধাতার বার্তা
শোনাব তবে।