এবার নতুন একটা ঝড় আসছে
উল্টা ব‍্যবস্থার যুগ বদলে যাবে
শোষণ হবে না আর ;
ধর্ম মর্যাদা পাবে
অধর্ম খোলা পাবে না দ্বার।
শুধু শাসন হবে
মানবিক কানুন বজায় রাখবার।
মানুষের যোগ‍্যতার বিচার হবে
ছোট বড়ো থাকবে না
চাকরি বেচাকেনা হবে না;
সকলের প্রয়োজনে সবাই হাত বাড়াবে
মুখ ফিরিয়ে থাকবে না।
সবে মানবজাতির জয় ঘোষণা করবে
ধর্ম ব‍্যবসায় হবে না।
ভেদাভেদ আর হিংসা দূর হবে
সকলে আলোর দুনিয়ায় বিরাজ করবে।
আসছে নতুন ঝড় আসছে
যখন সবাই মানবিক দৃষ্টি নেবে
আঁধারের শাসন বদলে গিয়ে
আলোর বন‍্যা বইবে।
জীর্ণ পুরোনো আইন মানবে না
নতুন আইন স্বচ্ছ হবে
অবিচার হবে না।
তাই নতুন ঝড় আসছে
মনুষ্যত্বর বিকাশ হচ্ছে
নতুন জ্ঞান নতুন খবর আনছে।
এবার মানব নিশান উড়বে
হিমাদ্রি শিখর হতে
কন‍্যাকুমারী পর্যন্ত
সে পতাকা দৃশ‍্যমান হবে।