মনের আগুন জ্বালো
নতুন দিনে নতুন করে
ভাবনায় আগুন জ্বালো,
হিংসা দ্বেষ সব যাক দূরে যাক
নকল মুখোশের বেশ
ছিঁড়ে বেরিয়ে যাক,
উদার ভাবনা নিয়ে
আকাশের মত হয়ে
সংকীর্ণতা দূরে চলে যাক।
ভাতৃত্ব বোধ জেগে উঠুক দেশ জুড়ে
মিষ্টি মধুর দিনগুলো
আসুক মোদের মনে,
সকল বৈরিতার হোক অবসান
মিষ্টি সখ্যতায় ভরে উঠুক
মোদের প্রাণ।