মেঘে মেঘে হলো বজ্রপাত
আকাশের নীল রঙ হলো
লোপাট
কালো মেঘে ছেয়েছে;
ঝড় বৃষ্টি প্রলয়ের আছে সংকেত
জানিনা কি হবে কেন
ভগবানের এতো তেজ;
সুষ্ঠু বিচার হলো না
দেবকুল জিততে পারল না।
ধর্ম কেন অধর্মের সহায় হলো
যে আশার প্রদীপ জ্বলেছিল
তা যেন নিবে গেল
আকাশ প্রদীপ আর জ্বলবে না।
তবু যেন মনে হয়
আছে ক্ষীণ আশা
নতুন জীবনের দুর্দান্ত পিপাসা ;
আসবে সেদিন আসবে
কালো মেঘের ভেতরে
বিদ‍্যুৎ লুকিয়ে থাকে
আশার সে বিদ‍্যুৎ
আগুন জ্বালিয়ে দেবে।
কিন্তু তার আগে ধস নামবে
কাল রুদ্র ভয়াবহ রূপ নেবে
মানুষের আত্মা জাগবে।