নওজোওয়ান!নওজোওয়ান!
শোন রে পাতিয়া কান;
মানবশত্রু শিয়রে দাঁড়ায়ে
রাখতে হবে দেশের মান।
বল দুঃসাহসী কে কে
মৃত্যুপণ রেখে
দুশমনকে দিবি দুরূহ উত্তর
দেশের মান বিশ্বমাঝে
আনতে হবে দিবি তাই প্রত্যুত্তর।
হান হান রে হান
এবার দুশমন জনে;
কোর না তাদের কৃপা
দেশমায়ের তরে।
বিশ্বসভায় সম্মান হারাবে
পুরোনো দিন আবার ফিরে আসবে।
"মোরা এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান
মুসলিম তার নয়নমণি
হিন্দু তাহার প্রাণ।"
নজরুলের বাণী করে স্মরণ
ভুলের পথে যাবে না চরণ
নাহলে নষ্ট হবে সব সম্মান ;
বিশ্ববাসী ডুবতে দেখবে
দেশবাসী হাহাকার করবে।