নৈরাজ্য! গভীর নিরাশার
ভেতর চলছে আমার জীবন ;
কিছু নাই কোনো লক্ষ্য নাই
তবু চলেছে আমার মন।
জীবনের পথে পথে
ব্যর্থতা আছে সাথে;
হেরে যাওয়া ব্যক্তি আমি
গভীর দুঃখে বেঁচে আছি।
দুঃখ আমার জনম সাথী
কাঁদতে জানিনি আমি ;
এ নৈরাজ্য আঁধারময়
শূন্যতা মোর সাথী।
তবু জানি একদিন
নিরাশার আঁধার দূর হবে
আশার সূর্য উঠবে
তখন অন্ধকার দূরে যাবে ;
নতুন জীবন উদ্ভাসিত হবে
আমার নৈরাজ্য দূর হবে।