নাই কিছু নাই যে আমার
যা ছিল সব হারিয়ে গেছে
কিছুই না আছে পাবার।
যারা ছিল চলে গেল
সঙ্গীহীন করল আমায়;
সঙ্গীহীনতার ব্যথা কাঁদায় আমায়।
ঘুম থেকে উঠে দেখি
চার দেয়ালে বন্দি আমি
কে যেন বলে নাই কেউ নাই;
বাতাস বলে বিদ্রূপ ভরে
নাই তোমার কেউই নাই।
দুঃখ পাই কান্নায় ভাসাই
হৃদয় বলে সঙ্গীহীনতার বেদনায়
এমনি করেই চলে জীবন
কান্না তো হীনতার পরিচয়।
এমন সময় বলল চাঁদ হেসে হেসে
এমনিই তো হয়
বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই একা
সঙ্গী কারো নয়।