নাই নাই ভয়
একদিন হবে জয়
ধরার বুকে;
আকাশ থেকে বজ্র আসবে
মলয় বাতাস তুফান হবে
অত্যাচারীর রঙ বদলাবে
সাম্রাজ্য ওদের ভেঙে
খান খান হবে।
আজ যারা পেশীর বল দেখায়
গরিবকে মানুষ ভাবে না ধরায়
অত্যাচারের দম্ভে ধন ছিনিয়ে নেয়
ভবিষ্যতের কথা ভাবে না;
ভাগ্য চক্র ঘুরে যাবে একদিন
মনের মতো পেশীর বল থাকবে না
দম্ভ ওদের চূর্ণ হবে
ধনের বালাই থাকবে না
লোকে তখন পরোয়া করবে না।
সেই দিন পুরোনো দম্ভের কথা ভেবে
আফসোসের সীমা থাকবে না;
কান্না আসবে সঙ্গোপনে
চাওয়ার ঝুলি ভরবে না।
গরিব যখন একত্র হয়ে
অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে
পেশীবল তার কোনো কাজ করবে না
গরিব তন্ত্রের জয় হবে।