নতুন যুগের নতুন আশ্বাস নিয়ে
এলে তুমি নববর্ষ ;
সারা বিশ্ব ঝঙ্কৃত হল
এলো আজ অপার হর্ষ।
নতুন সুরে আজ বাজল বীণা
নতুন গান আর মধুর তানে
বিশ্বজুড়ে আনন্দ এল
নতুন আশার সঞ্চারণে।
উঁচু নীচু আর ধনী দরিদ্রে
নেই কোনো ভেদাভেদ
সকলের তরে সকলে আমরা
বিদ্বেষের হবে শেষ।
নতুন বছর তোমায় আহ্বান করি
পুরোনো আভিজ্ঞতা দিয়ে
জীর্ণ শীর্ণ ভাবনার শেষে
মঙ্গল বন্দনা করে।
হে নুতন নিত্যদিনের আবিস্কারে
নতুন যুগের মন্ত্র শোনাও।
গ্রহ হতে গ্রহান্তরে সখ্যতার
বীজ বুনে দাও;
ভালোবাসার মজ্ঞরিতে
নতুন ফুল উঠুক ফুটে
দুঃখ শোক ভুলে গিয়ে
নতুন খুশির জোয়ার ছোটাও।