নামের জন‍্য কাঙাল হয়ে
কত দুঃখ পেয়েছি
নামের কারাগারে বন্দী হয়ে
সকল ভুলে থেকেছি।
মানুষের মাঝে থাকি আমি
চাই সবার সাথে থাকতে ;
নাম দেখে সবে দূরে সরে যায়
হারাই আমি আপনারে।
যখন নামটারে উচ্চাসনে বসাই
পাই না জনগণের ধূলি ;
ভগবান থাকে সবার সাথে
এই কথাটি যাই ভুলি।