ছবি, ন্ও শুধু ছবি
তুমি বিগত দিনের স্মৃতি,
যেন এক ইতিহাস
বর্তমানের দীর্ঘ শ্বাস।
রয়েছ তুমি নয়ন সমুখে
তবু জানি তুমি নাই
জীবনের যত কথা ছিল
ভেসে এল মনে তাই।
জীবনের দু়ঃখ জীবন বলে না
ছবি, সে গল্প ধরে রাখে
উল্লাস মুখর মত্ততার দিনে
ছবি অজানা ভালোবাসায়
জড়িয়ে থাকে।
যদি বলি যা ছিল
সে তো আর নাই,
ছবি এলে কেন বল সে ভুল
ভেকে আনে মনের কোনে
পড়ে থাকা ছবি সে নির্ভুল।
ভালোবাসার জন যখন চলে যায়
স্বর্গে অথবা মর্তে,
ছবি তার স্মৃতি এনে দেয়
পটে রাখা পরিবর্তে।
স্বামী বিবেকানন্দকে শুধায় রাজা
তোমরা মূর্তি পুজা ‌কেন কর
বিবেকানন্দ বলে পিতার যে
আবক্ষ মূর্তি গড়েছ
তাকে কি তুমি অসম্মান কর?