এলে কোন পাগল পথিক
মূল্য বোঝ না ;
পাথর সব খুঁজতে থাক
সোনার মূল্য বোঝ না।
অহংকারী ধনীর ঘরে
কত ব্যঞ্জন থরে থরে
সেদিক পানে চাওনা তুমি
জান কেবল পথহারাদের পথটি।
মন্দিরে মসজিদে যারা পূজা করে
অর্থমূল্য পূজারী ধরে
সেখানে তুমি যাও না।
পাথর দিয়ে শিব গড়
সোনায় তুমি অবজ্ঞা কর;
হীরা মুক্তা মানিক দিয়ে
বিধির নিয়ম মানো না।
আচার বিচার কিছুই মানো না
ধর্মাধর্ম ভেদ কর না
তুমি এক পাগল ক্ষ্যাপা
তোমায় বোঝা যায় না।
মানবাত্মা যখন কাঁদে
ঘুম থেকে ওঠ জেগে
আদালতে আর্জি করি
তবু বিচার হয় না।
পাপ পূণ্য লিখে রাখ
মৃত্যুর পরে বিচার কর
কারে দাও বা নরকদণ্ড
পূণ্যাত্মা শাস্তি পায় না।