মুক্তি মুক্তি ভজি উচ্চৈঃস্বরে
প্রভু তোমায় ডাকি বারে বারে;
অহংকার দাও চূর্ণ করে
মুক্তির পথ দেখাও।
মুক্ত কর আমায় মুক্ত
বিহঙ্গের মত;
শরীরের খাঁচায় পোরা
মুক্ত আত্মার মত
নতুন স্বর্গের খোঁজে।
মুক্তি আমার আলোয় আলোয়
সূর্য কিরণের মত
বিকাল বেলার সূর্য ডোবার
মুক্ত বেদনার মত।
মুক্তি দাও প্রভু মুক্তি দাও
জাগতিক বন্ধন থেকে
মন আনন্দে ধায় যেন
মুক্ত বিহঙ্গের যত।
মুক্তি আমার ছড়িয়ে আছে
আকাশে বাতাসে
এই পৃথিবীর কোনায় কোনায
প্র্রকৃতির জগতে
জীবন শেষে মুক্তি আসবে
সব বন্ধন থেকে
আমার মুক্তি মুক্তিদাতার
সহজ পথে।