হে রুদ্র দেবতা বল দাও
মোরে বল দাও;
মুখোশ পরা রাক্ষস যখন
নিজ স্বার্থে করছে ভাইয়ের মুণ্ড ছেদন
অন্যায়ের বিরুদ্ধে কোইতে কথন
শক্তি দাও মোরে শক্তি দাও।
মুখোশ ছিঁড়ে তারা বেরিয়ে আসুক
সত্যি নিয়ে বাঁচতে শিখুক;
দেশ আর দশের ভালো করতে জানুক
ক্ষুধার জ্বালায় যখন তড়পাবে মানুষ
তাকে সাহায্য করার চিন্তা করুক।
যারা মুখোশ পরে থাকে
মিষ্টি কথা বলে আর সর্বনাশ করে
মুখোশটা তার কেড়ে নিয়ে
সমুদ্রে ভাসিয়ে দাও;
বিবেক আর আত্মার কথা
শুনিয়ে দাও।