ওদের মুখোশ খুলে দে
তোরা মুখোশ খুলে দে।
ওরা ধর্ম বলে অধর্ম করে
কিছু লোক জুটিয়ে এনে
সত্যর ভানে মিথ্যা বলে ;
মিষ্টি কথায় ঢেকে ওরা
নাকি মহান হয়েছে
তাই ওদের মুখোশ খুলে দে।
মুখোশের আড়ালে ওরা
দুর্ভাবনায় মেতেছে ;
নিজের স্বার্থ সবার বড়ো
তাই ভালো ভালো কথা বলেছে।
কেউ বোঝে না ওদের ধারা
মিষ্টি কথায় সর্বনাশা ;
ওরা যে মুখোশ পরে থেকেছে
লোকের ভালোর নাম করে
নিজের ভালো করেছে।
ওরা গুণ্ডা পুষে রেখেছে
স্বার্থে আঘাত লাগলে পরে
গুণ্ডাবাজী করেছে।