অশ্রু নদী যে দেশে বয়ে যায়
মনুষ্যত্বের অপমানে বিশ্ব ধিক্কার দেয়;
তাদের নাইকো কোনো লাজ
বিশ্ব মঞ্চে তারা মিথ্যার জাহাজ;
এ যুগে যুগে খুনোখুনি করে ধর্ম প্রচার?
হবে না হবে না চক্রান্ত বেকার;
নতুন যুগে নতুন ধর্মের হোক সঞ্চার
মানব ধর্ম মানবের জন্য এই কহি সার।
জীর্ণ দীর্ণ মতবাদের অবসান হবে
তলোয়ার খেলার দিন চলে গেছে
ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ হয় না
রকেট মিসাইল এসে গেছে।।
পুরোনো যুক্তিতে মুক্তি পাবে না
নতুন যুগে পুরোনো মত চলবে না;
নতুন আলোয় ধর্ম উদার হবে
সবাইকে নিয়ে চলতে হবে
দেশের উন্নতি পরিবর্তনে হবে;
যুগ বদলের ডাক এসেছে
উন্নতির প্রয়োজনে অগ্রসর হবে
সবাইকে নিয়ে চলতে হবে
ন ইলে অশ্রু নদী অভিশাপ দেবে।
মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যাবে না
মৃত্যু চিন্তা করো না।
।