জীবনটা যেন রেসের ঘোড়া
জেতে কেউ
কারও বা হারিয়ে যাওয়া ;
যার যেমন গতি
তেমনি চলা।
জীবনের অনন্ত পথে
কোনো সীমা নাই ;
তাই চলতে হবে কত দূর
তার ঠিকানা নাই।
চলতে চলতে যখন
মুখ থুবড়ে পড়ে যাই
আঁধার ছেয়ে আসে
কোনো পথ নাই;
হয়তো তখন তোমার রথ আসবে
শরীরটাকে নিয়ে যাবে
অসীমের দেশে যাই;
শরীরের খোলসটাকে
ফেলে দিয়ে নতুন খোলস পাই।
তবুও ত চলতে হবে
চলার শেষ নাই;
জন্মের পরে নতুন জন্ম
কখন মোক্ষ পাই।