ভালোবাসিনি ওগো
ভালোবাসিনি
ভালোবাসি যারে
সে ত তুমি নও।
তুমি আসলে পরে
আমার মনোবীণা
বেজে ওঠে না ;
রোমাঞ্চ জাগে না
রোমান্সহীনতায়
তোমার দিকে
ধ‍্যান দিই না।
সঙ্গীত জগতের রাণী তুমি
মেলডি কুইন তোমায় বলি
ভালোবাসি সঙ্গীত তোমার কণ্ঠে
মিষ্টি সুরে মাতাল হতে।
শীতের দিনে
গরম পোশাক পরে
চা কিম্বা কফি পান
করতে করতে ;
তোমার গানে সুর মেলাতে
ভালো লাগে খুব ভালো লাগে।