ও ভোরের আকাশ
ডেকো না আমায়;
ঘুমে ঢুলু চাউনি চোখে
শান্তি শান্তি হাওয়া মেখে
ঘুমের মেজাজে আছি এখন
ডেকো না আমায়।
পাখিরা ডাকছে গানে
কোয়েল ডাকে সংগোপনে;
মেজাজটা যদি চলে
ব্রহ্মাণ্ড আমার যাবে জ্বলে।
তারপর উঠবে ভানু‌
ঘামিয়ে দেবে আমার তনু
ভোরের এই মিষ্টি মেজাজ পার না।
মেজাজে থাকি বাকি সব ফাঁকি
ইচ্ছে মতো কাজ করে যাই
নিজের ইচ্ছায় চলি আমি
মেজাজটা সম্বল আছে তাই।
মেজাজ আমার পথের গুরু
ওইটুকু না থাকলে ভাই
নিজেরে হারাই।