যখন সমগ্র পৃথিবী
দৈত্যদের অত‍্যাচারে জর্জরিত হবে ;
হাহাকারে ভরে উঠবে ভুবন
তখন দেবী দূর্গার আবির্ভাব হবে।
এখনো শত সহস্র লোকের রক্ত ঝরছে
শত সহস্র পরিবার
ঘরছাড়া ছন্নছাড়া হয়েছে
তবুও এ যুদ্ধ থামবে না।
আসবে মা দূর্গা দৈবশক্তি লয়ে
অসুর সেনাকে সংহার করবে
দৈবশক্তি না হলে চলবে না।
মায়ের বাণে আগুন জ্বলবে
পাপী জ্বলে পুড়ে মরবে;
মহাকাশে মহাকালের বজ্র
ওদের ধ্বংস করবে
হয়তো তবু অত‍্যাচারীর শেষ হবে না।
তখন মায়ের মন্ত্রপূত নাগপাশ
ওদের আষ্টেপৃষ্ঠে বাঁধবে;
মায়ের ত্রিশুল ওদের বুক লক্ষ্য করবে
তাতেও হয়তো অসুরশক্তির অভাব হবে না ;
মায়ের শঙ্খ চক্র গদা পদ্ম
মানুষের ক্ষতি হতে দেবেনা।
যুদ্ধ তখনও চলতে থাকবে
মায়ের খড়্গের প্রবল আঘাতে
অসুররাজ দ্বিখণ্ডিত হবে।
তখন দেবসেনা স্বস্তির নিঃশ্বাস ফেলবে
ইন্দ্র  রাজ‍্য ফিরে পাবে ;
মানব আর দেবতারা মনের আনন্দে
মায়ের বন্দনা গান গাইবে।