মায়ার বাঁধনে পড়ে আছি
এ জীবনে যেন মুক্তি নাই ;
মায়ার বাঁধন ছিঁড়ব বলে
অত শক্তি নাই।
মুক্তি চাই ওগো
মুক্তির পথ দেখাও ;
কোথা হতে হাসে ভাগ্যদেবতা
বলে সে পথ নাই।
এখন শিরের বোঝা
ভগবান তোমার পায়ে ফেলে
মুক্ত হতে চাই।
এ বজ্রবাঁধনখানি
খোলার সাধ্য নাই
তাই তোমায় ডাকি ভক্তিভরে
আমি যে অসহায়।