জীবনে যখন এলো মাতন
পেলে রাজ সিংহাসন,
গর্বে হল উন্নত শির
তুমি দেশনায়ক জানল ত্রিভুবন।
ভেবেছিল দেশবাসী তুমি আনবে
শান্তির বাণী তৃপ্ত হবে ভুবন;
হিংসা দ্বেষ দূরে যাবে
শক্ত হবে ভ্রাতৃত্ব বন্ধন।
ভেবেছিল দেশবাসী চাষের
উন্নতি হবে উদ্বৃত্ত হবে ভোজন6,
গরীব মানুষ সুখে থাকবে
করবে না কষ্টের বর্ণন
ভ্রাতৃপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
হবে সবার মিলন।
কিন্তু বাস্তবে সেটা হল না
ভাই ভাইকে ভালোবাসল না,
লুটতরাজ আর রাহাজানিতে
দেশ গেল ছেয়ে,সমতার প্রতিষ্ঠা হল ন9
এবার জাগো জাগো দেশবাসী
নতুন দিনের স্বপ্ন বাস্তব কর
শান্তির পথে হবে অগ্রগতি
রাক্ষসী ভাবনার অন্ত কর