মরণের দ্বার যদি খুলে যায়
প্রবেশের সময় হয়নি
জীবন এখানে মস্তিতে আছে
যাবার খেয়াল হয়নি।
যতদিন আছি আনন্দে আছি
দুঃখের কথা শুনব না।
সঙ্গীতের সুরে মন ভরে আছে
রোমাঞ্চকর জীবন ছেড়ে যাব না।
জীবন পর্বের মধ্যে এসেছি
মরণের দ্বার এখন বন্ধ রেখেছি
মরণ কতবার ফিরে ফিরে গেল
যমদূত রাস্তা দেয়নি।
কেউ জানে না ঐ দ্বার
কখন খুলে যাবে
জীবন যাত্রার শেষ কবে হবে
তখন জীবনের জীবন চলে যাবে
ফিরেও তাকাবে না ;
তারাগুলো আকাশে ডাকবে
যারা ছেড়ে চলে গেছে
তারা আর ডাকবে না।
যতদিন এই চেনা ধরিত্রীতে আছ
আনন্দ করে যাও
দুঃখ শোক আসে যদি
তাকে সহজ করে নাও।