মরণের ভালে আঁকতে চাই
মোরা জীবনের জয়টীকা
মোরা দুরন্ত কালবোশেখী ঝড়
যজ্ঞের হোমশিখা।
শকুনির চক্রান্তে যখন
যুদ্ধের দামামা বাজে
রাষ্ট্রশক্তিগুলো রণসাজে সেজে
সাম্প্রদায়িক ভাবনা ভাবে।
তারা ধর্মের আড়ালে যুদ্ধ করে
নিজেদের সীমানা বিস্তার করে ;
আমাদের সেনা তখন গর্জে ওঠে
তার প্রতিবাদ করে।
ভয় করব না ভয় করব না
মরণের ভয়ে জীবনের জয়
ভুলব না।
পিশাচ মন্ত্রে যখন দেশ
ছেয়ে যায়
দানবরাজের জয় হয়
কৃষ্ণের চক্র দানবে দ্বিখণ্ডিত করে
মানবের জয় হয়।