মরণ!কেন দূরে দাঁড়িয়ে আছ
মরণযোগ্য আমার প্রাণ
ডাকছে তোমায় অহরহ।
সুন্দর সংসার ছিল আমার
রাজাই ছিল প্রাণকেন্দ্র তার;
লংড্রাইভওয়েতে নিয়ে যেত রাজা
দেশের এপ্রান্ত হতে ওপ্রান্ত কতবার।
উদার নির্ভীক মন ছিল তার
কোভিড রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে
নিয়ে যাবার নিয়েছিল মহাভার।
একদিন সে রোগ রাজারে ধরল শেষে
আমাদের ছেড়ে চলে গেল রাজা
বহু দূরে অন্ধকারময় দেশে।