মরণ তুমি এলে কখন এই পারে
বৈতরণী পার হয়ে তার দ্বারে;
তাঁহার আদেশ করিয়া বহন
ওপার হতে এলে এই পারে।
চোখের সামনে অন্ধকার
ভয়ে অবনত হৃদয় আমার
আমার সে যে আত্মীয় স্বজন
পরিবারের একমাত্র ধন
পূজিব তাঁহারে ব্যাকুল নয়ন;
হাত জোড় করি প্রণিপাত করি
মাঙি তাহারে প্রাণের মতন।
আমার জগত অশ্রুধারায় সিঞ্চিত হল
আদেশ পালিবে মৃত্যু দুত
হৃদয় ব্যাকুল হল;
হঠাৎ বাজল তোমার মোহন বাঁশি
পূজার মন্ত্র এল মরমে পশি
সে দূত ফিরে গেলো।