ডাক দিয়ে যাই
মনুষ্যত্বের হচ্ছে শোষণ
তাই মানুষে ডেকে জাগাই।
জাগ রে জাগ তোরা
মানবাত্মার আহ্বানে
জাগ রে বজ্র নিয়ে
অত‍্যাচারীর সন্ধানে।
জীবন হলো আতঙ্কিত
বন্দীশালায় শৃঙ্খলিত
এখন ওদের দুয়ার ভেঙ্গে দিয়ে
আয় স্বাধীন হবার স্বপ্ন নিয়ে।
এস কবিকুল তোমার লেখনী নিয়ে
এস সাধুজন সঠিক পথ চিনিয়ে
আসবে কৃষক কাস্তে হাতে নিয়ে
আসবে ছাত্রদল অযুত শক্তি নিয়ে ;
জাগবে সবাই একের মন্ত্রে
অত‍্যাচারী শঙ্কিত হবে।
ছেড়ে দিয়ে মানের বালাই
একসাথে মোরা কাজ করে যাই;
স্বর্গ আসবে মর্তে নেমে
সুখের পরশ পাই।