এখানে এক/দু হাজার টাকায়
মানুষ বিক্রি হয়
বিশ/পঁচিশ হাজার টাকায়
গরু বিক্রি হয় ;
তবু মানুষ বোঝে না
শিশুদের ভবিষ্যত জলাঞ্জলি দিয়ে
বাবা মা খুশীমনে
নৃত্য করে বেড়ায়।
এখানে শিক্ষা দীক্ষার এই হাল
উচ্চাকাঙ্ক্ষা উচ্চশিক্ষা নাই
সবই বেহাল।
কিছু টাকা দিলে প্রশংসাপত্র
চাকরি সবই পাওয়া ;
তাই পড়াশোনার দাম কি হয়?
শুধু টাকার ব্যবস্থা করতে হয়।
গরীবের ছেলে পড়াশোনা করে
ভাবে জীবনে উন্নতি করবে
তাই ভালো ফল করে
রাজপথে গড়াগড়ি খায়
সব উন্নতি ত টাকায়।