এল প্রলয় এল ঝঞ্ঝা
সিংহাসনচ‍্যুত হলো রাজকন‍্যা;
বিদ্বেষে ভরা জনগণ
কাল কি হবে জানে না
ভাবে না কেউ কখন।
সে যে ছিল অহিংসার প্রতীক
নির্মল হৃদয়
প্রজাদের ছিল মনোজয়;
হিন্দু মুসলমানে ভেদ নাই
বলেছিল সবে ভাই ভাই।
এখন দানবসৈন‍্য এসেছে
দিয়েছে অত‍্যাচারের পরিচয় ;
রন্ধ্রে রন্ধ্রে আছে হিংসা দ্বেষ
তার দৈনতার হলো জয়।
এখন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চল
হিংসা দ্বেষ দুর করে সামনে চল।
বিবেকের বাণী শুনে চলতে হবে
ঊর্ধ্ব গগনে বিজয়শঙ্খ বাজবে
নিম্নে ধরাতল উত্তাল হবে
ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলন হবে
মনের মালিন‍্য ধুয়ে মুছে যাবে।