ভালো লাগে না
কিছু ভালো লাগে না
এ যে আমার মনের কথা ;
বলব না
কাউকে বলব না
আমার মনের ব্যথা।
যখন চাঁদ হাসে
পৃথিবীতে আলো ছড়িয়ে ;
সবাই খুশী হয়
সেই আলোতে ডুব দিয়ে
আমার মন কি যেন ভাবে
সে ভাবনা আমার
অশেষ হয়ে রয়।
তাই ভালো লাগে না
যে ছিল আমার অনুপ্রেরণা
তাকে কোথাও কেন দেখি না।