দোল দোল দোল
মনের কথা বল
জীবন বাঁচে কি কইর্যা;
নাই নাই কেউ নাই রে আমার
সঙ্গী সাথী কেউ আছিল না ত আর।
দোল দোল দোল
সাথীহারা বোল
মন খুইল্যা বলি
কার লাইগ্যা।
যখন ছিল আমার সাথী
কথার পাহাড় ছিল বাকী ;
এখন সে ত গ্যাছে চলে
দিয়াছে আমারে ফাঁকি।
জীবন নদীর মাঝি
নাও চালায় তীব্র গতি
কি করি কি করি
বুঝবার না পারি ;
মনে দোলা এখন লাগে না
রুকে রুকে চলছে নাও
বার্ধক্য কেন এখনো এল না।
হাওয়ার গতি হলো তীব্র
জীবন নদী হলো তীব্রতর
পাল খাটাইয়া মাঝি তখন
আনন্দে গান গায়।
দোল দোল দোল
মনের ভাষা বোল
এমনি কইর্যা চলবে জীবন
উঁচুতে নীচুতে দোল খাইয়্যা।