মনের বীণার তার ছিঁড়ে গেছে
আর কি তারে যায় গো জোড়া ;
মিছে আর কেন তারে
নতুন করে গাইতে বলা।
যে ফুল ঝরে গেছে
সে আর সুবাস ছড়ায় না
ভাঙা বাঁশী আর বাজে না।
সে বাঁশী ত অকেজো হল
উৎসবে তার কি দাম বল;
স্মৃতির পটে এক কোনে
ছিল যে গান শোনা হল না
এখন সে গানের মিষ্টি সুরে
ভালোবাসা ঝরে পড়ে না।
তোমার গানে তোমার সুরে
আর ছন্দ মেলে না ;
বীণার তার ছিঁড়ে গেলে
জোড়া যায় না।
সেদিন তোমার যে গান শুনেছিলাম
তার রেশ আকাশ পানে উঠেছিল
সে গানের মধু কণ্ঠ
দেবতার পরশ পেয়েছিল ;
এখন সে সঙ্গীত কোথায় গেল
মন মানে না খোঁজাই সার হল।