যখন থাকব না গো সবার সনে এই ভবে
তখন একটু জায়গা রেখো আমার জন্য মনে মনে;
ভবের খেলা সাঙ্গ হবে
মরণ যখন ডাক শোনাবে
সে ডাকের জাদুতে তখন
সকল বাধা টূটবে।
হাত বাড়িয়ে তারে ডাকব
নীরব হয়ে মান বাড়াব
তারপর অতি নম্র হয়ে
সবাইকে বিদায় জানাব।
জীবনের এই খেলাঘর
কত খেলেছি রঙ্গ ভরে
দুঃখ সূখের বেলা শেষে
সবে ভালবেসেছি;
পৃথিবীর এই মহানতায়
মায়ায় বাঁধা পড়েছি ।
রুদ্র দেবের রথ আসবে যখন।
আমায় নিতে
শান্ত হয়ে নীরব হয়ে
বরণ করব তাঁকে।