আমি অন্যায় মানবো না
ন্যায়ের পথে চলি আমি
অন্যায় মানবো না।
দানব যখন মাথা চাড়া দেয়
দেশ হিংসা দ্বেষে ছেয়ে যায় ;
দিকে দিকে ওঠে কান্নার রোল
মানবাত্মা কেঁপে ওঠে
মন আমার প্রতিবাদে জেগে ওঠে
অনমন্য প্রতিজ্ঞায়।
মানব যখন দানবের বেশে
দুর্বলে পদদলিত করে ;
অন্তরাত্মা কেঁদে বলে "বাঁচাও বাঁচাও"
আমার বিদ্রোহী মন বলে "দানব তাড়াও"।
ঐক্যবদ্ধ হয়ে সাম্যের পতাকা তুলে
দাঁড়াও হে মানব
শত্রু ভয় পাবে বিনা দ্বিধায়
না অত্যাচার করবে ভয়াক্রান্ত দানব।
আমি পূজারী কালভৈরবের
মরণের দেবতা থাকে সাথে
দুর্বলকে বল দিই আমি
অত্যাচারী ভয়ে কাঁপে।