এসো এক নতুন কথা শোনাই
এ তো নয় হিংসা দ্বেষ
মানবের গান গাই।
কোনো ধর্মের ছোট বড় নাই
মিথ্যে খুনোখুনি করে ভাইভাই
সবার ওপরে মানব ধর্ম
তার বড় কিছু নাই।
সকল দানের আছে প্রতিদান
আছে মানবধর্ম আছে ভগবান;
আত্মার বাস সবার দেহখাঁচায়
এসো নতুন কথা শোনাই।
অশান্তি চাই না শান্তি চাই
বড় মনের পরিচয় চাই
সাম্যের গান গাইবে
এগিয়ে চলার স্বপ্ন দেখবে।
শান্তির পৃথিবীতে অশান্তি এনো না
তাহলে দেশ এগোবে না
মানব ধর্ম পূজব যখন
নীচতা তখন থাকবে না।