এবার একটা নতুন ঝড় আসছে
উল্টো ব্যবস্থার যুগ বদলে যাবে ;
শোষণ হবে না আর
ধর্ম মর্যাদা পাবে
অধর্মর দ্বার বন্ধ হবে
শুধু শাসন হবে
মানবিক অধিকার বজায় রাখবার।
মানুষের যোগ্যতার বিচার হবে
ছোট বড়ো কেউ থাকবে না
সকলে প্রয়োজনে হাত বাড়াবে
মুখ ফিরিয়ে কেউ থাকবে না।
মানবাত্মার জয় হবে
ধর্মকে নিয়ে ব্যবসায় হবে না
ভেদাভেদ আর হিংসা দ্বেষ দূর হবে
সকলে আলোর দুনিয়া দেখবে।
আসছে সে ঝড় আসছে
এবার মানব নিশান উড়বে
হিমাদ্রি শিখর থেকে
কন্যাকুমারী পর্যন্ত
সে নিশান সকলের মনে জ্বলবে।