ঝড়ের বেগে ভাঙল মোর
মনের দুয়ারগুলি;
বদ্ধ ছিল মনের গলি
জাত পাত আর বিদ্বেষের ছড়াছড়ি।
ধর্ম ছিল বড় মনের বাধা
মানব ধর্মকে পদে দলি;
তাই গ্লানিতে ভরেছিল মন
থাকত শুধু দলাদলি।
সেই রাতের ঝড়ে
সবার চাল গেল উড়ে
বৃষ্টি এল প্রচন্ড জোরে
মাখা গোঁজার ঠাঁই ছিল না
মানব ধর্ম উঠল জেগে
অন্য ধর্মে উত্তর ছিল না।
ঝড় উঠল মানুষের সংজ্ঞা বলে দিতে
একে অপরকে সাহায্য করতে
ভেদাভেদের বাধা দূর করতে;
ধর্ম কোনো বাধা হল না
মানুষ মিথ্যে সংস্কারের দাস হল না।
মানবিক চেতনা জাগল
সবার ওপরে মানব সত্য
হৃদয়ের অন্তঃস্থল হতে বলল।