বল মন বল
মনের কথা বল
জীবন আছে কার লাইগ‍্যা;
বাসি না বাসি না বাসি না রে
ভালোবাসা কারে কয় জানিনা।
কার লাইগ‍্যা বল
প্রাণের কথা কই
কে হবে আমার প্রাণের সখা জানিনা।
পাবে না পাবে না পাবে না রে
সখা আমায় পাবে না ;
সে আমার দুঃখ জ্বালা
সে আগুন তো যায় না নেভা।
আমি জানিনা কিছুই মানি না
শুধু মনের আগুন জ্বলে যায় ;
ও আগুনে সব পুড়ে যায়
মায়া মমতা ভালোবাসায়।
কিছুই পেলাম না রে
কিছু তো পেলাম না
লহ্মীছাড়া দেশটায়।