ঊর্ধ্বে আকাশে জমছে মেঘ
মৃদু মন্দ বায়;
এ ত নয় কোনো অশনি সঙ্কেত
মেঘ কেন গুরু গুরু গর্জায়।
ঊর্ধ্ব গগনে বাজছে মাদল
বাতাস প্রবল হল
সঙ্গী হয়ে এল প্রবল বৃষ্টি
মেদিনীর সংশয় হল।
বৃষ্টি আর ঝঞ্ঝার সংযোগে
প্রলয়ের সন্ধান পেল
নদী নালা সব উঠল ফেঁপে
দু কূলে ভাঙচুর হল।
কত মানুষ পশু গেল ভেসে
কত ব্রিজ বাঁধ ভেঙে গেল
দুর্জয় ঘনিয়ে এল।
দামোদর নদী আপন উল্লাসে
ফেনসিং আর বাঁধ ভেঙ্গে
খনির অন্দরে প্রবেশ করল
প্রায় তিনশ মজুরের
সলিল সমাধি হল।
তবু এক মজদুর সবচেয়ে উঁচু
জায়গায় ছিল
একুশ দিন পরে খনির জল শুকোলে
জীবিত একলা বাইরে এল।
খনির ইতিহাসে এই ঘটনা
চিহ্নিত আছে
"মেন ধেমো"দুর্ঘটনা নামে।