কালি নদীর ধারে
মহুয়া ফুলের গাছে
চাঁদ এসেছে হেসে হেসে
সবাইকে ভালোবেসে।
মহুয়ার গন্ধে আকুল
সাঁওতাল মাতাল হয়েছে
দিপির দিপাং দিপির দিপাং
মাদল বেজেছে।
রমণীরা গান গেয়ে
নাচতে লেগেছে ;
মৌ ঝুর ঝুর মিষ্টি মধুর
সবে আকুল করেছে।
এমন সময় ইংরেজ সেনা
এক পর্ণকুটীর ঘিরে ফেলেছে
বিপ্লবীরা থাকে সেথায়
বিপ্লবের বাণী ছড়িয়েছে।
বন্দুকের আওয়াজে গগন কাঁপে
সাঁওতালরা তীর দেগেছে
হতচকিত সেনাবাহিনী
পালিয়ে বেঁচেছে।