মহাশূন্যে মহাকাশে
গহন আঁধার মাঝে
আলোর বিন্দুর মত
পৃথিবী চলেছে অলোকের নির্দেশে।
ক্ষুদ্রাতিক্ষুদ্র আমরা
সব পুত্র কন্যা পৃথিবীর
আদর্শ পথের সন্ধানে চলি
লক্ষ্য করে স্থির।
মহাবিশ্বের মহাকাশ ছাড়ি
দুর্জয় স্বপ্নের আমরা পূজারী
মানবধর্মের রক্ত নিশান
ওঠে দিকে দিকে গগন ভেদি।
মিথ্যা আমরা যুদ্ধে মাতি
ধর্ম নিয়ে লড়াই করি
মানব ধর্ম এক অদ্বিতীয়
তাকে খণ্ড খণ্ড করে করি বিভক্ত
বিভিন্ন নামে বিভিন্ন ধর্ম
তাই নিয়ে ছেলেখেলা
করে দুর্বৃত্ত
আপন প্রতিষ্ঠা করতে কায়েম
তাঁরা নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করেন
ধর্মের বড়ত্ব করতে প্রমান
লড়াই করে বড়ত্ব দেখান।