আজ মহাষ্টমীর দিনে
মা দূর্গা আছে মহারণে;
ধ্বংস করবে দৈত্যরাজের কুকীর্তি
অত্যাচারীরা হয়ে যাবে আমাদের স্মৃতি।
চলছে লড়াই মহাপরাক্রমে
আগুন বাণে সব পুড়িয়ে ছারখার করে
নিভল আগুন বরুণ বাণে।
মায়ের বাণে ছুটল সাপ
চারিদিকে হিংস্র হয়ে
পবন বাণে উড়ল সে
সাপ গগন পানে।
এমনি করেই চলছে
যুদ্ধ আট দিন ধরে ;
যুদ্ধের শেষ কবে হবে
কেউ জানেনা শুধু দিন গোনে।
এ যুদ্ধের ত শেষ নেই
লড়ছে মরণ পণ করে ;
দৈত্যরাজ অবাক হলো
একেলা নারীর শক্তি দেখে।