মহাকালের কোটর হতে
যে বীজ তুমি ছড়িয়ে দিলে মহাকাশে;
তারই একটি অংশ হতে
জন্ম নিলাম কালস্রোতে
তোমারই চরণতলে জীবন স্রোতে
ভাসলাম।
ভাসতে ভাসতে ভাসতে
কত পথ চলতে চলতে
পৃথিবীর এক কোনায় ভেসে উঠলাম।
তখন আকাশ নীল ছিল
সূর্য তাতে রঙ লাগাল
রঙ বেরঙের ফুলের গন্ধে
প্রজাপতি ধেয়ে এল;
গাইল পাখি নানান সুরে
বইল বাতাস সুবাস লয়ে
মনের বীণায় ঝঙ্কার তুলে
অনেক সুর রচাশ।
পৃথ্বী হল সবুজ শ‍্যামল
রসে ভরা কত শত ফল;
জীবনে রস সিঞ্চিত করে
আমার মন মজাল।