মা দীন দরিদ্র সন্তান তোমার
দুঃখভরা জীবন আমার ;
পৃথিবীতে দুঃখ আছে ছেয়ে
বলশালীদের অত্যাচার
গেছে বেড়ে।
তুমি কি এ অত্যাচার মেনে নেবে?
দেবতাদের ওপর অত্যাচারে
তুমি অস্ত্র ধরলে আর আমরা
তোমার সন্তান মরছি কেঁদে।
এই কান্না এই হাহাকারের
প্রতিবিধান কি করবে না?
মানুষের কান্না তোমার পায়ে
কি পৌঁছাবে না?
এসো এসো মা অস্ত্র ধর
এই পূজা মোদের গ্রহণ কর;
দীনতা অস্পৃশ্যতার ভূত দূর কর।
আমরা দুর্বল তোমার সন্তান
আমাদের তুমি কর পরিত্রান
রক্ষা কর রক্ষা কর
তুমিই রক্ষক মহীয়সী মা মহান।
আর একবার অস্ত্র ধর;
দুঃখের অসুর বধ কর।
হিংসা দ্বেষের মহিষাসুরের
লীলা খেলার অন্ত কর।