মৌসুম সোনা সোনা
ঝড় বৃষ্টির নেই সম্ভাবনা ;
পরিষ্কার উজ্জল রোদ উঠেছে
হাওয়া যেন মন্দগতি
মিষ্টি মধুর মহুয়ার গন্ধ ছড়িয়েছে।
এই মাতাল মাতাল হাওয়ায়
চলো লং ড্রাইভে যাই;
মাইথন বাঁধের দৃশ্য দেখতে যাই
সেখানে মোটর লঞ্চের তীব্র হাওয়াতে
এক সুন্দর জগত পাই।
যাব সেথায় কুঞ্জ বনে
যেখানে অনেক গাছ আছে
সে গাছের পাতার মধ্য দিয়ে
আলো ঢোকে না ;
জলের মধ্যে দ্বীপ আছে অতি সুন্দর
জলতরঙ্গ দেখতে দেখতে
সময় কাটে না।
পাশেই আছে জাগ্রত মন্দির
বিরাজ স্থান মা কল্যানেশ্বরীর;
স্নান পূজা করে সেথায়
সুস্থ হবে শরীর।
ফিরব যখন সূর্য ডুববে তখন
রঙ ছড়িয়ে ভালোবেসে,
তখন দিনের পালা শেষ হবে
আনন্দ থাকবে মনের কোনে।